সর্বশেষ সংবাদ
Home » প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস

ভোলা জেলার লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জনবহুল গ্রাম লর্ডহার্ডিঞ্জ ০৪নং ওয়ার্ডে অবস্থিত “লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়” অবহেলিত এই গ্রামটি শিক্ষা দীক্ষায় অনগ্রসর ছিল। গ্রামটির শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করার লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিগনকে সাথে নিয়ে হাজী আব্দুল কুদ্দুস মাষ্ঠার এর নেতৃত্বে একটি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হয়। ১৯৫০ সালে প্রতিষ্ঠা করে প্রথমে বিদ্যালয়টির নামকরন করা হয় “লর্ডহার্ডিঞ্জ ওচমানিয়া জুনিয়র হাই স্কুল” নিম্ম মাধ্যমিক বিদ্যালয়টি ছিল দাতা ও প্রতিষ্ঠাতা হাজী আব্দুল কুদ্দুস মাষ্ঠারের বাবার নামে। পরবর্তীতে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং “লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়” নামে ১৯৬৮ সালে নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রথম স্বীকৃতি লাভ করে। দাতা ও প্রতিষ্ঠাতা হাজী আব্দুল কুদ্দুস মাষ্ঠার নিজে বিদ্যালয়টির জন্য ১ একর ৭৭ শতাংশ জমি দান করেন। পরবর্তীতে আঃ রব হাওলাদার সাহেব ও বিদ্যালয়টির জন্য ১ একর ২৫ শতাংশ জমি দান করেন। প্রতিষ্ঠানটি লর্ডহার্ডিঞ্জ বাজারের পশ্চিম পাশে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত শিক্ষার্থীর হার ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বিদ্যালয়টিতে কারিগরি ও জেনারেল শাখায় প্রায় ৭০০ (সাত শত) শিক্ষার্থী অধ্যায়নরত আছে। সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।

Print Friendly, PDF & Email